Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নাগরিক সনদ

 

নাগরিক সনদ      

(Citizen Charter)

উপজেলা পরিসংখ্যান অফিস, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া

আমাদের উদ্দেশ্যঃ

  • সঠিক, মানসম্মত এবং সময়ানুগ পরিসংখ্যান সরবরাহ।
  • নীতি নিধার্রক, পরিকল্পনাবিদ, গবেষক ও সিদ্ধান্ত গ্রহনকারীগণের চাহিদামাফিক উপাত্ত পরিবেশন।
  • প্রতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি।
  • পেশাদারিত্ব প্রতিষ্ঠা।

সেবাসমূহঃ

  • দেশের বিভিন্ন প্রয়োজনীয় তথ্যসম্বলিত মাসিক পরিসংখ্যান বুলেটিন, বাষির্ক পরিসংখ্যান পকেটবুক ও বর্ষগ্রন্থ প্রকাশ।
  • প্রতি দশ বছর অন্তর (১) আদম শুমারি (২) কৃষিশুমারি এবং (৩) অর্থনৈতিক শুমারি পরিচালনা ও প্রতিবেদন প্রকাশ।
  • মোট দেশজ উৎপাদন (GDP) এবং প্রবৃদ্ধির হার সহ অন্যান্য সামষ্টিক অর্থনৈতিক নিদের্শক (Indicators) যথাঃ সঞ্চয়, বিনিয়োগ, ভোগ, মাথাপিছু আয় ইত্যাদি নিরুপণ ও প্রকাশ।
  • ভোক্তার দৈনন্দিন জীবনযাত্রায় ব্যবহৃত খাদ্য ও খাদ্য বহির্ভূত পন্য অন্তভূর্ক্ত করে মাসভিত্তিক ভোক্তা মূল্যসূচক (CIP)  নিরুপণ ও প্রকাশ।
  • বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিকদের মজুরি হার ও মজুরি সূচক প্রস্তুত ও প্রকাশ।
  • বিভিন্ন ফসলের উৎপাদন ও ফসলাধীন জমির পরিমাণ এবং ভূমি ব্যবহার সংক্রন্ত পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশ।
  • শিশুপুষ্টি এবং শিশুদের অবস্থা সম্পকির্ত তথ্য সংগ্রহ, সংকলন ও প্রকাশ।
  • মহিলাদের উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে তাদের আর্থ-সামজিক অবস্থা নিরুপণের জন্য Gender Statistics প্রস্তুত ও প্রকাশ।
  • খানার আয় ও ব্যয় নির্ধারণ জরিপ পরিচালনার মাধ্যমে দেশের দারিদ্র পরিস্থিতি সম্পকির্ত তথ্য প্রস্তত প্রাকাশ।

আমাদের প্রতিশ্রুতি (Commitments)

  • স্বল্পতম সময়ের মধ্যে মানসম্মত ও সঠিক উপাত্ত পরিবেশন।
  • তথ্য/উপাত্ত প্রক্রিয়া ও পরিজ্ঞাতকরণে আধুনিক প্রযুক্তি ব্যবহার।
  • বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক সিদ্ধান্ত গ্রহণে চাহিদামাফিক উপাত্ত সরবরাহ।
  • পরিসংখ্যানিক কাযর্ক্রম সময়োপযোগী ও ত্বরান্বিতকরণ।
  • প্রাথমিক তথ্য প্রদানকারীর তথ্যের গোপনীয়তা রক্ষার নিশ্চয়তা।

অভিযোগ ও পরামর্শ ( Complaints & Suggestions)

উপজেলা পরিসংখ্যান অফিসার

উপজেলা পরিসংখ্যান অফিস

কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।